চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ ও দুর্বৃত্তের রডের আঘাতে সাংবাদিক আব্দুল্লাহ আহত হন, ৪ ও ৫ এ আগষ্ট পৃথক দুটি হামলার শিকার হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি ছিলেন।গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।জানা গেছে গত রবিবার ৪ আগষ্ট রবিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরসহ বিভিন্ন স্থানে সংবাদ ও ভিডিও ধারণের কাজ করছিলো সাংবাদিক আব্দুল্লাহ। এ সময় হঠাৎ কিছু ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দ্যা ডেইলি পোষ্টের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাপলা টিভি বাংলার সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক এর উপর অতর্কিত হামলা চালানোর পাশাপাশি মোবাইল কেড়ে নিতে যায়। এসময় বাধা দিলে সাংবাদিক আব্দুল্লাহর দেহে আঘাত করতে থাকে সন্ত্রাসীরা এসময় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকের চিকিৎসা করায়। পরের দিন সুস্থ হলে ৫ এ আগষ্ট সোমবার দুপুরে ঘোলদাড়ী বাজারে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের সময় ছাত্রলীগ ও দুর্বৃত্তরা সাংবাদিক আব্দুল্লাহ হক এর ওপর অতর্কিত হামলা ও মাথায় রোডের আঘাত করে পরে রক্তাক্ত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করেন স্থানীয়রা তার মাথায় তিনটি সেলাই পড়েছে। হয়েছেন রক্তাক্ত জখম।
এ ঘটনায় চুয়াডাঙ্গা সাংবাদিকদের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়েছে