০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী চায়না জাল আটক

  • Update Time : ০৯:২১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 60

মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ চোরাচালানী চায়না জাল আটক করা হয়েছে।

 

২৪ জুলাই বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর, জুজুপাড়া ও নহিপাড়া গ্রামে রাত আনুমানিক ১১ টা হতে ২টা পর্যন্ত বিজিবির নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে তথ্যের ভিত্তিতে জানা যায়—ওই এলাকায় চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমাণ চায়না জাল মজুদ রয়েছে।

 

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলী। এছাড়াও অভিযানে অংশ নেন ০১ প্লাটুন বিজিবি সদস্য, কেন্দ্রের কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি), মাছ বিভাগের কর্মকর্তা, দামুড়হুদা থানার পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলী প্রেস বিজ্ঞপ্তিতে জানান

প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্যের ১০০ পিস চোরাচালানী চায়না দুয়ারী জাল আটক করা হয়। তবে এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) নিয়মিতভাবে চোরাচালান, অবৈধ মজুদ ও পরিবেশবিরোধী সামগ্রীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Tag :
জনপ্রিয়

চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী চায়না জাল আটক

Update Time : ০৯:২১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ চোরাচালানী চায়না জাল আটক করা হয়েছে।

 

২৪ জুলাই বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর, জুজুপাড়া ও নহিপাড়া গ্রামে রাত আনুমানিক ১১ টা হতে ২টা পর্যন্ত বিজিবির নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে তথ্যের ভিত্তিতে জানা যায়—ওই এলাকায় চোরাচালানের মাধ্যমে বিপুল পরিমাণ চায়না জাল মজুদ রয়েছে।

 

অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলী। এছাড়াও অভিযানে অংশ নেন ০১ প্লাটুন বিজিবি সদস্য, কেন্দ্রের কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি), মাছ বিভাগের কর্মকর্তা, দামুড়হুদা থানার পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলী প্রেস বিজ্ঞপ্তিতে জানান

প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা মূল্যের ১০০ পিস চোরাচালানী চায়না দুয়ারী জাল আটক করা হয়। তবে এই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) নিয়মিতভাবে চোরাচালান, অবৈধ মজুদ ও পরিবেশবিরোধী সামগ্রীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।