০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কবরী রোডের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) শারমিন আক্তার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন।

মুক্তমঞ্চে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার তাজরিনা সুলতানা, অধ্যাপক সিদ্দিকুর রহমান, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার বলেন,

“আমরা চাই একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ ও জলবায়ু সহিঞ্চু নতুন বাংলাদেশ গড়তে। যেখানে থাকবে না কোনো বৈষম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে এক টেকসই প্রাকৃতিক পরিবেশ। এই উদ্দেশ্যেই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মকে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। যদি দেশের প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ রোপণ করে, তবে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন স্টলকে পুরস্কার ও সনদ প্রদানের ঘোষণা দেন তিনি।

সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, পরিবেশবান্ধব কৃষিপণ্য এবং বনজ সম্পদ নিয়ে বেশ কিছু স্টল প্রদর্শন করছে স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

Update Time : ০৮:৫৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কবরী রোডের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক) শারমিন আক্তার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন।

মুক্তমঞ্চে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার তাজরিনা সুলতানা, অধ্যাপক সিদ্দিকুর রহমান, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিব উদ্দিন ও ছাত্র প্রতিনিধি সজিবুল ইসলাম

প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার বলেন,

“আমরা চাই একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক এবং পরিবেশ ও জলবায়ু সহিঞ্চু নতুন বাংলাদেশ গড়তে। যেখানে থাকবে না কোনো বৈষম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে উঠবে এক টেকসই প্রাকৃতিক পরিবেশ। এই উদ্দেশ্যেই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মকে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। যদি দেশের প্রতিটি মানুষ অন্তত একটি করে গাছ রোপণ করে, তবে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন স্টলকে পুরস্কার ও সনদ প্রদানের ঘোষণা দেন তিনি।

সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা, পরিবেশবান্ধব কৃষিপণ্য এবং বনজ সম্পদ নিয়ে বেশ কিছু স্টল প্রদর্শন করছে স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।