চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার দেহাটি সরদারপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯০ লিটার চোলাইমদসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিদর্শক মো. বদরুল হাসানের নেতৃত্বে অন্যান্য স্টাফদের সমন্বয়ে সোমবার (৪ আগস্ট ২০২৫) বিকেলে পৃথক দুটি অভিযানে এ মাদক জব্দ করা হয়। প্রথম দফায় বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় বিকেল ৫টা ৪০ মিনিট থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১. সুবল কুমার বিশ্বাসের মেয়ে বুলবুলি রানী (৪০), স্বামী মৃত তাপস, মাতা সিতা রানী। তার দখল থেকে ৫০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
২. সুবল কুমার বিশ্বাসের মেয়ে দীপালী বিশ্বাস (৩৫), স্বামী অচিন্ত কুমার, মাতা সিতা রানী বিশ্বাস। তার দখল থেকে ৪০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
অভিযান দল জানায়, গ্রামস্থ আসামিদের নিজ নিজ বসতঘর থেকে চোলাইমদ উদ্ধার ও জব্দ করা হয়। পরে পরিদর্শক মো. বদরুল হাসান বাদী হয়ে জীবননগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক নির্মূলে জীবননগর এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।