চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় জেলা সাহিত্য পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সাহিত্য পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাশ। প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল জাহিদ, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুলসহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী দিনে জাতীয় নির্বাচনের মাধ্যমে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।এ জন্য সংগঠনের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।পাশাপাশি দেশের সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে সকলে এগিয়ে আসার আহ্বান জানান নেতারা।অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।