চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, তাঁর দায়িত্বভার গ্রহণের পর থেকে জেলার বিভিন্ন ইউনিট পরিদর্শন করে আসছেন। এ ধারা অব্যাহত রেখে আজ ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিকাল ৪:৩০ ঘটিকায় তিনি আলমডাঙ্গা থানা পরিদর্শন করেন। থানায় পৌঁছানোর পর পুলিশ সুপার মহোদয়কে একটি চৌকস টিম গার্ড অব অনার প্রদান করে। তিনি থানার অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করে অফিসার ইনচার্জকে কর্মরত পুলিশ সদস্যদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দেন।
থানার বিভিন্ন পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। পরে, থানার কম্পাউন্ডে আয়োজিত বিট পুলিশিং সভায় তিনি স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। সভায় তিনি জনগণের প্রত্যাশা শোনেন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সকলকে ধন্যবাদ জানান।
সভায় পুলিশ সুপার মহোদয় চুয়াডাঙ্গা জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনবান্ধন পুলিশিং নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যদের সম্পৃক্ত থাকার নির্দেশ দেন। তিনি সবার প্রতি দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আনিসুজ্জামান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব শেখ গণি মিয়া, থানার অন্যান্য অফিসার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।