চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেহেদী ইসলাম সম্প্রতি সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপচারিতার মাধ্যমে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কাজ ও প্রশাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সভাটি আলমডাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে শনিবার ২১ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত শুনেন। ইউএনও আলমডাঙ্গার উন্নয়নের জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং তাদের সহযোগিতার আহ্বান জানান। তিনি জানান, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সঠিক সংবাদ প্রচারের মাধ্যমে জনগণের সচেতনতা বাড়ানো এবং প্রশাসনের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি করা সম্ভব।”
উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের জন্য তার পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বিশেষ করে দুর্নীতি প্রতিরোধ এবং সেবার মান বৃদ্ধির ওপর জোর দেন। তিনি আরো জানান, “আমাদের লক্ষ্য হলো জনগণকে সহজ, দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদান করা।”
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলে ধরেন এবং এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে আরো গতি আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। ইউএনও তাদের সকল প্রস্তাব গুরুত্ব সহকারে শোনেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার আশীষ কুমার কুন্ডু, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ আলমডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, নবাগত ইউএনও এর আগে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন উপজেলায় সফলভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন এবং তার অভিজ্ঞতা আলমডাঙ্গার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।