আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের জহরুল নগর গ্রামে শহীদ জিয়া যুব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় জহুরুল নগর ঈদগা ফুটবল মাঠে জমকালো আয়োজনের এ ম্যাচে মুখোমুখি হয় চিলাভালকী একাদশ ও স্বাগতিক জহুরুল নগর যুব একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল ম্যাচে শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় চিলাভালকি একাদশ। তবে এর ৩ মিনিটের মাথায় স্বাগতিক জহুরুলনগর যুব একাদশের দলনায়ক সোহেল কাউন্টার অ্যাটাক এর মাধ্যমে গোল করে সমতা ফেরান। ১-১ ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ হলেও দ্বিতীয় অর্ধের শেষ দিকে এসে দূরপাল্লার চমৎকার শটে গোল করে দেন স্বাগতিক দলের দলনায়ক সোহেল। এ গোলের সুবাদে সোহেলের ব্যক্তিগত দুই গোলের পাশাপাশি দলীয় স্কোর গিয়ে দাঁড়ায় ২-১। ফাইনাল খেলার শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় জহুরুল নগর যুব একাদশ ২-১ গোলে জয়লাভ করার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে নাগদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক একদুল মেম্বারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবদল নেতা রফিকুল ইসলাম, চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, আলমগীর হোসেন,
সাইফুদ্দিন আলম কনক, আওয়াউজ্জামান রাসেল বিশ্বাস, নাগদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন মেম্বার, যুবদল নেতা মনির,টগর, ও হাবিবুর রহমান হাবিব।
ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করে স্বাগতিক জহুরুল নগর যুব একাদশের দলনায়ক সোহেল।
১০ দিনব্যাপী অনুষ্ঠিত ১০ দলের জমকালো টুর্নামেন্টটি আয়োজন করেন নাগদহ ইউনিয়ন যুবদল নেতা হাসান আলি। এছাড়া আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সাগর, সুমন ও জীবন। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন ক্রীড়া সাংবাদিক ইসলাম রকিব,তাফসির আহমেদ ও ফরহাদ রেজা। খেলার ধারা বিবরণী দেন হেলাল উদ্দিন।