আলমডাঙ্গা প্রতিনিধি: দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন নির্যাতন সহ্য করে আসা আনসার আলী জোয়ার্দ্দার অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও রামদিয়া গ্রামের আওয়ামী লীগ ক্যাডাররা তাদের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ঘটলেও রামদিয়ার আওয়ামী ক্যাডাররা এখনো তাদের ক্ষমতাসীন অবস্থান ধরে রেখেছে এবং প্রকাশ্যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। আনসার আলী জোয়ার্দ্দার অভিযোগ করেন, তার ভাতিজা মাসেম আলীকে স্থানীয় আওয়ামী লীগের ক্যাডাররা কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে।
আলমডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আনসার আলী জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগের ক্যাডাররা তার পরিবারকে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, রামদিয়া গ্রামের আহম্মদ আলী, হালিম, সেলিম, পল্টু, লাল্টু, মোশারেফ, রাসেল ও দূর্জয় তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গত ১১ আগস্ট দুপুরে তার ভাতিজা মাসেম আলী এবং নাতী রাকিব ধান রোপণ শেষে বাড়ি ফেরার পথে আওয়ামী লীগের ক্যাডাররা তাদের ওপর হামলা চালায়। শাপলা, লোহার রড় ও রামদা দিয়ে তাদের কুপিয়ে আহত করা হয়। মাসেম আলীর পা ভেঙে যায় এবং রাকিবের ডান হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া টমা সেন্টারে স্থানান্তরিত করা হয়।
আনসার আলী জোয়ার্দ্দার প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ ও সঠিক বিচার দাবী করেছেন, যেন তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত হয় এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।