লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়ন বিএনপি ও যুবদলকে নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে ওই ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার সকালে ভোলাকোট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবীর সভাপতিত্বে যুবদল নেতা ফাহিম উদ্দিন রাতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য এ্যাড. কবির হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদ উল্লাহ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদ বিএসসি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ পলাশ,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব সহ প্রমুখ।