০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

৯৬ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধ করবে ওমান: কর্মসংস্থান প্রতিমন্ত্রী

  • Update Time : ১১:৪৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • 109

ওমানে ৯৬ হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিককে বৈধতার আশ্বাস দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক নেওয়ারও আশ্বাস দিয়েছে দেশটি।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

সম্প্রতি শ্রমবাজার ইস্যুতে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দুবাই, ওমান ও কাতার সফর করেন। তিনি বলেন, ওমানে ৯৬ হাজার শ্রমিক অবৈধভাবে বসবাস করছেন। ওমান সরকার তাদের বৈধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই বৈধতার জন্য একটি জরিমানা চার্জ করা হয়. আমি ওমান সরকারকে এই শাস্তি মওকুফ করার জন্য অনুরোধ করেছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছে।

শফিকুর রহমান বলেন, ওমান ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক নেওয়ার আশ্বাস দিয়েছে। তারা চাই দক্ষ কর্মী। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। দক্ষ শ্রমিকরা চলে গেলে অদক্ষ শ্রমিকরাও চলে যেতে শুরু করবে। পর্যায়ক্রমে ব্যবস্থা করা হবে।

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দুবাইয়ের শ্রমবাজারকে আরও গতিশীল ও বৃদ্ধি করার লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। ইতিমধ্যেই দুবাই থেকে তিন হাজার শ্রমিকের চাহিদা এসেছে। 400 কর্মী চলে গেছে। যাওয়ার অপেক্ষায় রয়েছে ৫০০ শ্রমিক।

Tag :
জনপ্রিয়

𝗠𝗼𝗵𝗮𝗺𝗺𝗲𝗱 𝗥𝗮𝘀𝗵𝗲𝗱𝘂𝗹 𝗔𝗺𝗶𝗻 𝗣𝗿𝗼𝗺𝗼𝘁𝗲𝗱 𝗮𝘀 𝗗𝗠𝗗 𝗼𝗳 𝗦𝗼𝘂𝘁𝗵𝗲𝗮𝘀𝘁 𝗕𝗮𝗻𝗸 𝗣𝗟𝗖.

৯৬ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধ করবে ওমান: কর্মসংস্থান প্রতিমন্ত্রী

Update Time : ১১:৪৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

ওমানে ৯৬ হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিককে বৈধতার আশ্বাস দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক নেওয়ারও আশ্বাস দিয়েছে দেশটি।

মঙ্গলবার (১১ জুন) বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

সম্প্রতি শ্রমবাজার ইস্যুতে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী দুবাই, ওমান ও কাতার সফর করেন। তিনি বলেন, ওমানে ৯৬ হাজার শ্রমিক অবৈধভাবে বসবাস করছেন। ওমান সরকার তাদের বৈধ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই বৈধতার জন্য একটি জরিমানা চার্জ করা হয়. আমি ওমান সরকারকে এই শাস্তি মওকুফ করার জন্য অনুরোধ করেছি। তারা ইতিবাচক সাড়া দিয়েছে।

শফিকুর রহমান বলেন, ওমান ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক নেওয়ার আশ্বাস দিয়েছে। তারা চাই দক্ষ কর্মী। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। দক্ষ শ্রমিকরা চলে গেলে অদক্ষ শ্রমিকরাও চলে যেতে শুরু করবে। পর্যায়ক্রমে ব্যবস্থা করা হবে।

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, দুবাইয়ের শ্রমবাজারকে আরও গতিশীল ও বৃদ্ধি করার লক্ষ্যে দুবাইয়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। ইতিমধ্যেই দুবাই থেকে তিন হাজার শ্রমিকের চাহিদা এসেছে। 400 কর্মী চলে গেছে। যাওয়ার অপেক্ষায় রয়েছে ৫০০ শ্রমিক।