সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের প্রয়াত একজন মূল্যবান প্রায়োরিটি গ্রাহক মোঃ কিয়ুম খানের পরিবারের হাতে ৫ লাখ টাকার জীবন বীমার চেক হস্তান্তর করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানের মাধ্যমে চেকটি প্রদান করা হয়।
সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ সাদেক হোসেন এই চেকটি মৃত গ্রাহকের পরিবারের কাছে তুলে দেন। এই মানবিক উদ্যোগ ব্যাংকের তার গ্রাহক ও তাদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং প্রতিকূল সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
ব্যাংকের “এস্টিম” প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিসটি ২০১৭ সাল থেকে সম্মানিত গ্রাহকদের সম্পদ পরিচালনা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে। এর আওতায় গ্রাহকরা এমেরাল্ড সেভিংস একাউন্ট, গার্নেট কারেন্ট একাউন্ট, জিরকন এফডিআর এবং মাসিক ডিপোজিট প্রিমিয়াম স্কিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পান। মৃত গ্রাহক মোঃ কিয়ুম খান মাসিক ডিপোজিট প্রিমিয়াম স্কিমের অধীনে ছিলেন, যার মধ্যে ৫ লাখ টাকার জীবন বীমা কভারেজ অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন, যারা মৃত গ্রাহকের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।