বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চুয়াডাঙ্গা জেলার নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ছাত্রনেতা ইকবাল রেজা। তিনি এক বার্তায় বলেন, “বিএনপির নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবনির্বাচিত কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।”
ইকবাল রেজা নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভকামনা জানান এবং দলের সাফল্য কামনা করেন। তিনি আরও উল্লেখ করেন, দলীয় আদর্শ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নবগঠিত কমিটি আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
শুভেচ্ছা বার্তায় তিনি দলের একতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করার আহ্বান জানান। ইকবাল রেজা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির দক্ষ নেতৃত্বে চুয়াডাঙ্গায় বিএনপি আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।
এই শুভেচ্ছা বার্তাটি চুয়াডাঙ্গা জেলার তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে তারা দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রসঙ্গত ইকবাল রেজা বর্তমানে সুনামের সাথে একটি বেসরকারি ইন্সুরেন্স কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার ও সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত আছেন।