চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রবাসী স্বামীর উপর অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে, শনিবার সন্ধ্যা ছয়টায় প্রবাসীর স্ত্রীর নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন, জানা গেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোরগাছা গ্রামের আকতার আলীর মেয়ে
মিম আক্তারের সঙ্গে পারিবারিক ভাবে কুয়েত প্রবাসী
পাইকপাড়া গ্রামের একজনের সঙ্গে বিবাহ হয়, কয়েকবছর দেশের বাইরে থাকলেও ফোনের মাধ্যমে কথা হতো উভয় পক্ষের কিন্তু আজ শনিবার সন্ধ্যা ছয়টার সময় হঠাৎ মিম আক্তার (১৮) নিজ বাবার বাড়িতে গলাই দড়ি আত্মাহত্যা করে, তবে গ্রামবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে মিম আক্তারের সঙ্গে তার প্রবাসী স্বামীর ঝগড়াঝাঁটি হয়েছিলো, ঘটনাস্থলে ঘোলদাড়ী ফাড়ি পুলিশ পরিদর্শন করে।