০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ভালো মানুষ  —- রফিকুল ইসলাম 

  • Update Time : ০৭:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • 248

 

 

এই জগতে ভালো মানুষ 

যদি একটা পাও

 দেখতে তাহার মুখখানি মোর 

একটু সুযোগ দাও।

 ভালো মনের মানুষগুলো 

দেখিনা তো আর রোজ, 

হরেক রকম মানুষের ভিড়ে

 নেই তো তাদের খোঁজ।

 নানান রঙের সাজ সজ্জায়

 চলে অনেক ভন্ড।

 সাধুর বেশ ধরে তারা

দেখি তাদের কান্ড।

 ভালো মানুষ যায় না পাওয়া

 এই দুনিয়ার মাঝে 

আমায় একজন ভালো মানুষ 

দাওনা এনে খুঁজে।

জনপ্রিয়

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভালো মানুষ  —- রফিকুল ইসলাম 

Update Time : ০৭:২৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

 

 

এই জগতে ভালো মানুষ 

যদি একটা পাও

 দেখতে তাহার মুখখানি মোর 

একটু সুযোগ দাও।

 ভালো মনের মানুষগুলো 

দেখিনা তো আর রোজ, 

হরেক রকম মানুষের ভিড়ে

 নেই তো তাদের খোঁজ।

 নানান রঙের সাজ সজ্জায়

 চলে অনেক ভন্ড।

 সাধুর বেশ ধরে তারা

দেখি তাদের কান্ড।

 ভালো মানুষ যায় না পাওয়া

 এই দুনিয়ার মাঝে 

আমায় একজন ভালো মানুষ 

দাওনা এনে খুঁজে।