০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ি ফেরার গল্প… 

  • Update Time : ০৪:০০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • ১৩০ Time View

বাড়ি ফেরার গল্প… 

 

তোমায় একদিন বাড়ি ফেরার গল্প শোনাব

কেমন করে দুকূল ছেপে জোয়ার আসে

কেমন করে সর্ষে ইলিশ পান্তা-ভাতে

কেমন করে ঝিমায় শিশু সোফায়-খাটে

কেমন করে কেমন কেমন সন্ধ্যা কাটে!

 

তোমায় একদিন ঘর হারানোর গল্প বলব

কেমন করে মোষের শিঙে টালমাটাল

বন্যা বৃষ্টি মেঘের ঘোর অমাবস্যাকাল

কেমন করে গরম বালু ঝাঞ্জর তাঁতে

মুঠোভরা ধান গুলোতে খই ফোটে!!

কেমন করে ‘ গেলেই বাঁচি’ শব্দদুটো

বিড়বিড়িয়ে মুখ খিঁচিয়ে দাঁতে পিষে!

 

তার বদলে হাতের মাঝে বেলি ফুলের গন্ধ নিও

পদ্মবিলের মেঘের ছায়ায় পা দুলিয়ে পদ্য লিখ,

ব্রিজের ধারের অন্ধকারের জ্যোস্না শিশির গন্ধ দিও

কাজের ঘোরে আমায় ভুলে হাজার বছর কাটিয়ে দিয়ে ,

কেমন করে হাসতে হাসতে দিব্ব্যি বাঁচো শিখিয়ে দিও।

 

ঢাকা, ২০২২।

Tag :
জনপ্রিয়

ভালো মানুষ  —- রফিকুল ইসলাম 

বাড়ি ফেরার গল্প… 

Update Time : ০৪:০০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

বাড়ি ফেরার গল্প… 

 

তোমায় একদিন বাড়ি ফেরার গল্প শোনাব

কেমন করে দুকূল ছেপে জোয়ার আসে

কেমন করে সর্ষে ইলিশ পান্তা-ভাতে

কেমন করে ঝিমায় শিশু সোফায়-খাটে

কেমন করে কেমন কেমন সন্ধ্যা কাটে!

 

তোমায় একদিন ঘর হারানোর গল্প বলব

কেমন করে মোষের শিঙে টালমাটাল

বন্যা বৃষ্টি মেঘের ঘোর অমাবস্যাকাল

কেমন করে গরম বালু ঝাঞ্জর তাঁতে

মুঠোভরা ধান গুলোতে খই ফোটে!!

কেমন করে ‘ গেলেই বাঁচি’ শব্দদুটো

বিড়বিড়িয়ে মুখ খিঁচিয়ে দাঁতে পিষে!

 

তার বদলে হাতের মাঝে বেলি ফুলের গন্ধ নিও

পদ্মবিলের মেঘের ছায়ায় পা দুলিয়ে পদ্য লিখ,

ব্রিজের ধারের অন্ধকারের জ্যোস্না শিশির গন্ধ দিও

কাজের ঘোরে আমায় ভুলে হাজার বছর কাটিয়ে দিয়ে ,

কেমন করে হাসতে হাসতে দিব্ব্যি বাঁচো শিখিয়ে দিও।

 

ঢাকা, ২০২২।