আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা থানা পুলিশ অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এসআই মোঃ ওবায়দুল্লাহ আল মামুন, হাপানিয়া পুলিশ ক্যাম্পের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হাপনিয়া উত্তরপাড়া গ্রামের মোঃ আরিফের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তা থেকে ১কেজিসহ মাদক ব্যবসায়ী শনিরুল ইসলামকে (২৭)গ্রেপ্তার করে। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার জামালপুর ত্রিমোহনী পাড়ায়। তার পিতা নাম মোঃ হামেদুল হক। আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আলমডাঙ্গা থানার মামলা নম্বর ১৬, তারিখ ১১/০৫/২০২৫। গতকাল আসামিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।