০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে পালানোর চেষ্টা: দর্শনায় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেপ্তার

 

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের সাবেক নেতা ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৬৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

 

রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। জয়নগর ইমিগ্রেশন পুলিশ জানায়, গোলাম মোর্তুজা পাসপোর্টে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তার পরিচয় ও তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে এক বিএনপি নেতাকে অপহরণপূর্বক নির্যাতনের অভিযোগে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা রয়েছে।

 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তার গোলাম মোর্তুজাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

 

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

Tag :
জনপ্রিয়

মুন্সিগঞ্জ রেলস্টেশনে টাকা চুরি হওয়া জোছনা পাগলীর পাশে স্টুডেন্টস ওয়েলফেয়ার এন্ড সোসাইটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন

ভারতে পালানোর চেষ্টা: দর্শনায় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেপ্তার

Update Time : ০৯:১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

 

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের সাবেক নেতা ও জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে (৬৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

 

রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। জয়নগর ইমিগ্রেশন পুলিশ জানায়, গোলাম মোর্তুজা পাসপোর্টে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে। পরে তার পরিচয় ও তথ্য যাচাই-বাছাই করে দেখা যায়, তার বিরুদ্ধে এক বিএনপি নেতাকে অপহরণপূর্বক নির্যাতনের অভিযোগে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা রয়েছে।

 

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তার গোলাম মোর্তুজাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

 

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।