০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • Update Time : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • 561

চুয়াডাঙ্গা সদরের কবিখালী গ্রামে মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের বিল্লাল আলীর ছেলে এবং আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় রাসেলের বন্ধু ও একই মোটরসাইকেলের আরোহী শাকিল (২১) আহত হয়েছেন। তিনি কবিখালী গ্রামের আছের আলী জোয়ার্দ্দারের ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শাকিল জানান, “আমরা দুজন কাথুলী বাজারে চা পান করতে যাচ্ছিলাম। পথে একটি বাইসাইকেলের সঙ্গে আমাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, “রাসেলের মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই সে মৃত্যুবরণ করে।”

এদিকে, চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, “এ ঘটনায় এখনো কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিচ্ছি।”

স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে রাসেলের অকাল মৃত্যুতে। পরিবার ও এলাকাবাসী শোকাহত অবস্থায় রয়েছে।

Tag :
জনপ্রিয়

মুন্সিগঞ্জ রেলস্টেশনে টাকা চুরি হওয়া জোছনা পাগলীর পাশে স্টুডেন্টস ওয়েলফেয়ার এন্ড সোসাইটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ০৪:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

চুয়াডাঙ্গা সদরের কবিখালী গ্রামে মোটরসাইকেল ও একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামের বিল্লাল আলীর ছেলে এবং আলমডাঙ্গার নিগার সিদ্দিক ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় রাসেলের বন্ধু ও একই মোটরসাইকেলের আরোহী শাকিল (২১) আহত হয়েছেন। তিনি কবিখালী গ্রামের আছের আলী জোয়ার্দ্দারের ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শাকিল জানান, “আমরা দুজন কাথুলী বাজারে চা পান করতে যাচ্ছিলাম। পথে একটি বাইসাইকেলের সঙ্গে আমাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।”

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম বলেন, “রাসেলের মাথায় গুরুতর আঘাত ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই সে মৃত্যুবরণ করে।”

এদিকে, চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, “এ ঘটনায় এখনো কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিচ্ছি।”

স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে রাসেলের অকাল মৃত্যুতে। পরিবার ও এলাকাবাসী শোকাহত অবস্থায় রয়েছে।