চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার বেগমপুর দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের অভিভাবক সমাবেশ মঙ্গলবার সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খাজা আবুল হাসানাত, সভাপতি দর্শনা থানা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আহমদ আলী, সাধারণ সম্পাদক, দর্শনা থানা বিএনপি। সমাবেশটি সঞ্চালনা করেন বেগমপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেনডেন্ট জনাব মোঃ আরেফ উল্লাহ।
সমাবেশের সভাপতিত্ব করেন জনাব মোঃ তরিকুল ইসলাম ফারুক, সভাপতি বেগমপুর দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটি। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক শিক্ষায় আলোকিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।এই ধরনের সমাবেশ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও বক্তারা উল্লেখ করেন।