বিশিষ্ট সমাজ সেবক খুরশীদ আলম মিঠুর উদ্যোগে এক মহতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ এ মার্চ বোয়ালমারী পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে শত শত অসহায় ও দুঃস্থ মানুষের জন্য এই ইফতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার তাৎপর্য ও সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
ইফতার মাহফিলে প্রধান আলোচক ছিলেন হাফেজ আব্দুস শুকুর, খতিব বোয়ালমারী পুরাতন জামে মসজিদ। এছাড়া বক্তব্য রাখেন বজলুর রহমান পিন্টু, রকিবুল ইসলাম, হাফেজ রেসাদ (খতিব, পূর্ব কমলাপুর জামে মসজিদ), হাফেজ হায়দার আলী (খতিব, বোয়ালমারী দক্ষিণ পাড়া জামে মসজিদ), হাফেজ খাইরুল ইসলাম (খতিব, বোয়ালমারী পশ্চিম পাড়া জামে মসজিদ), মোঃ বেলাল হোসেন ও আসাদুল হকসহ আরও অনেকে।
আলোচকরা সমাজসেবক খুরশীদ আলম মিঠুর এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।