১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

টিসিবি-ভিজিএফ সহায়তার ভাগাভাগিকে কেন্দ্র করে রফিকুল ইসলামকে নৃশংসভাবে হত্যা, গ্রেফতার ৩

 

চুয়াডাঙ্গার দর্শনায় টিসিবি, ভিজিএফ ও খাদ্যবান্ধব কর্মসূচির সহায়তা অবৈধভাবে বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৮ মার্চ ২০২৫, বেলা আনুমানিক ১১টায় তিতুদহ মাঝেরপাড়া জামে মসজিদের নিকটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী মোছাঃ নাহিদা খাতুন মুক্তি বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানার নেতৃত্বে ডিবি ও দর্শনা থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে।

 

অভিযানের একপর্যায়ে ৯ মার্চ ২০২৫ তারিখ দর্শনা থানাধীন গিরিসনগর গ্রামের ফাঁকা মাঠ থেকে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ তসলিমুজ্জামান ওরফে সাগর মেম্বর (৪৩),মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৫০),মোঃ আছের উদ্দিন মান্দার (৪২)

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এছাড়া, পুলিশের অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতগুলোর মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো হাসুয়া ও পাঁচটি বাঁশের লাঠি।

 

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

মুন্সিগঞ্জ রেলস্টেশনে টাকা চুরি হওয়া জোছনা পাগলীর পাশে স্টুডেন্টস ওয়েলফেয়ার এন্ড সোসাইটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন

টিসিবি-ভিজিএফ সহায়তার ভাগাভাগিকে কেন্দ্র করে রফিকুল ইসলামকে নৃশংসভাবে হত্যা, গ্রেফতার ৩

Update Time : ০১:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

 

চুয়াডাঙ্গার দর্শনায় টিসিবি, ভিজিএফ ও খাদ্যবান্ধব কর্মসূচির সহায়তা অবৈধভাবে বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৮ মার্চ ২০২৫, বেলা আনুমানিক ১১টায় তিতুদহ মাঝেরপাড়া জামে মসজিদের নিকটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

হত্যাকাণ্ডের পর নিহতের স্ত্রী মোছাঃ নাহিদা খাতুন মুক্তি বাদী হয়ে দর্শনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস ও সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানার নেতৃত্বে ডিবি ও দর্শনা থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে।

 

অভিযানের একপর্যায়ে ৯ মার্চ ২০২৫ তারিখ দর্শনা থানাধীন গিরিসনগর গ্রামের ফাঁকা মাঠ থেকে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মোঃ তসলিমুজ্জামান ওরফে সাগর মেম্বর (৪৩),মোঃ বিল্লাল হোসেন মোল্লা (৫০),মোঃ আছের উদ্দিন মান্দার (৪২)

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এছাড়া, পুলিশের অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতগুলোর মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল, তিনটি ধারালো হাসুয়া ও পাঁচটি বাঁশের লাঠি।

 

এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।