গৌরবময় পথচলার আরেকটি বছর পেরিয়ে এস এফ টিভি উদযাপন করল প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়, যেখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১৬ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ: রবিবার সকাল ১১টার সময় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা লায়লা কনভেনশন হলে অনলাইন নিউজ পোর্টাল এসএফটিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
এসএফটিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএফ টিভির সম্পাদক নাজমুল হক শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলার বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির শফিউল আলম বকুল, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়াঁ মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার।এস এফ টিভি বার্তা সম্পাদক মীর রোকনুজ্জামান এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন এস এফ টিভি প্রতিষ্ঠাতা পরিচালক এম সন্জু আহমেদ, এছাড়াও বক্তব্য রাখেন,এসএফ টিভির সাবেক সম্পাদক ইউনুস আলী মন্ডল, নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক,
উপ-সম্পাদক তৌহিদুল ইসলাম
সাংবাদিক জামসেদুল হক মনি, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা, নাহিদা আহমেদ, সাংবাদিক আল আমিন হোসেন পরশ, প্রভাষক খাইরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “এস এফ টিভি শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গুণগত মান বজায় রেখে দর্শকদের আস্থা অর্জন করেছে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে এস এফ টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “গণমাধ্যমের জগতে এস এফ টিভির পথচলা অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু সংবাদ মাধ্যম নয়, বরং জনগণের কণ্ঠস্বর হয়ে উঠেছে। ভবিষ্যতেও এটি নিরপেক্ষ ও গঠনমূলক সাংবাদিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী।”
সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, “এস এফ টিভির এই সাফল্য আমাদের সকলের। আমরা দর্শক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে আরও উন্নতমানের সংবাদ ও বিনোদনমূলক অনুষ্ঠান উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়, এবং চ্যানেলটির আরও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে এস এফ টিভির পরিচালক, সাংবাদিক, কলাকুশলী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ নাজমুল আহমেদ সাকিব।