চুয়াডাঙ্গা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
দুদকের জনসংযোগ দপ্তর জানায়, অভিযানের সময় টিম ভ্যাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে অভিযোগগুলো নিয়ে আলোচনা করে। পাশাপাশি, অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করে এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা বলে অভিযোগের বিস্তারিত তথ্য নেয়।
অভিযানে প্রাপ্ত রেকর্ড এবং ভুক্তভোগী ব্যবসায়ীদের বক্তব্য পর্যালোচনা করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
দুদকের এই পদক্ষেপ ব্যবসায়ীদের হয়রানি রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।