দেশকে এগিয়ে নিতে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন। বিরাজমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থ সংরক্ষণে এখন দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। রাজনৈতিক স্থিতিশীলতা সুনিশ্চিতেই সকলের সাথে বিশ্বাস, ভালোবাসা ও আস্থার সেতু তৈরি হওয়া উচিৎ। সব মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর পল্টনে এবি পার্টি’র কেন্দ্রীয় কার্যালয়ে এবি পার্টি’র নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে জাকের পার্টি প্রতিনিধি দল। জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূইয়া, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট আবু বাকার সিদ্দিক খান,জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট ফুটবলার কায়সার হামিদ,জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খান যুবরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য মুফতি মতূজা ইবনে সালেহি।
এবি পার্টি’র প্রতিনিধি দলে ছিলেন পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা,আনোয়ার সাদাত টুটুল,ও আন্তর্জাতিক বিভাগের সদস্য হাজরা মেহজাবীন। সৌজন্যে সাক্ষাৎকালে দুই দলের প্রতিনিধিদের মাঝে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।