আলমডাঙ্গা প্রতিনিধিঃ পাশে নেই কেউ যার, সমাজসেবা আছে তার এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালিত হয়েছে।
গতকাল ২জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় আলমডাঙ্গা উপজেলা চত্ত্বরে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম । পরে বিরাট এক র্যালী আলমডাঙ্গা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এস. এম. মাহমুদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল,সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার শামীমা নাসরিন,
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক কামরুল হাসান কাজল, প্রত্যাশা ইনজিও কর্মকর্তা ইউনুস আলীসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও সুবিধাভোগীরা।
এসময় বক্তারা বলেন, সমাজ সেবা অধিদপ্তর মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সামজিক নিরাপত্তাসহ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে ।সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জীবন মান উন্নয়ন করার জন্য প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে সমাজ সেবা অধিদপ্তর। এ সময় জনকল্যাণ মূলক রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসারও আহবান জানানো হয়।
অনুষ্ঠান শেষে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।