চুয়াডাঙ্গা শহরে হুসাইন মোহাম্মদ কবির ওরফে বুলবুল নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার,রোববার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়া ভাড়া বাসা থেকে হুসাইন মোহাম্মদ কবির ওরফে বুলবুল (৫২) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে।
নিহত হুসাইন মোহাম্মদ কবির ওরফে বুলবুল ঝিনাইদহ পৌর এলাকার বাজারপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। দীর্ঘদিন যাবত স্ত্রী নারী উদ্যোক্তা লিজা হুসাইন ও কন্যা সন্তানদের নিয়ে চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে স্ত্রী লিজা হুসাইন বাড়িতে ছিলেন না। সেই সময় ঘরের দরজা আটকিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে সন্ধার দিকে লিজা হুসাইন বাড়িতে এসে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন আলী বলেন, তিনি গাড়ি চালক ছিলেন। স্ত্রীর নামে থাকা এনজিও সংস্থাসহ পারিবারিক বিভিন্ন কলহের জেরে আত্মহত্যা করতে পারেন তিনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।