চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর কর্মপরিষদ দায়িত্ববণ্টন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ৩টায় জেলা কার্যালয়ে জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের ইসলামীর আমীর অ্যাড. রুহুল আমিন। এসময় তিনি বলেন, জামায়াতের নেতৃত্বের কোন সংকট নেই। তাই এ দলে গ্রুপিংয়ের কোনো স্থান নেই। কর্মপরিষদে গ্র্যাজুয়েটের নীচে কাউকে অর্ন্তভুক্ত করা হয়নি।
সভায় ২০২৫-২০২৬ কার্যকালের জেলা কর্মপরিষদের দায়িত্ব বন্টন করা হয়। এতে ১. মাওলানা আজিজুর রহমান- নায়েবে আমীর (অভ্যন্তরীন নির্বাচন, মসজিদ মিশন ও শিক্ষা), ২. অ্যাড. আসাদুজ্জমান- সেক্রেটারী (সংগঠন ও অফিস), ৩. অ্যাড. মাসুদ পারভেজ রাসেল- সহকারী সেক্রেটারী (পরিকল্পনা ও অফিস), ৪. আব্দুল কাদের- সহকারী সেক্রেটারী (শিল্প বাণিজ্য), ৫. জিয়াউল হক (প্রশিক্ষণ/তারবিয়াত), ৬. কামাল উদ্দিন (অর্থ/বায়তুলমাল), ৭. ইসরাইল হোসেন (উলামা), ৮. মাওলানা মহি উদ্দিন (দাওয়া), ৯. মাসুম বিল্লাহ (তথ্য প্রযুক্তি ও শিল্প-সংস্কৃতি), ১০. মাওলানা হাফিজুর রহমান (মাজলিসুল মুফাচ্ছিরিন), ১১. আলতাফ হোসাইন (সমাজকল্যাণ), ১২. দারুস সালাম (আইন-আদালত) ১৩. অধ্যাপক খলিলুর রহমান (পেশাজীবি), ১৪. মফিজুর রহমান জোয়ার্দ্দার (প্রচার), ১৫. নুর মোহাম্মদ হোসাইন টিপু (মানবাধিকার), ১৬. মাহফুজুর রহমান (শ্রম), ১৭. কাইয়ুম উদ্দিন হিরক (মানব উন্নয়ন)। এছাড়াও প্রবীণ আইনজীবি অ্যাড. মুসলিম উদ্দিন, মাওলানা লোকমান হোসাইন, আব্দুর রউফ, ড. রুহুল আমিন ও মীর আব্দুল জলিলকে জেলা ইউনিটের সদস্য হিসেবে মনোনয়ন দেন