সম্প্রতি বাংলাদেশে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ও চীনের বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান চিগো (CHIGO) এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় মিনিস্টার-মাইওয়ান গ্রুপ বাংলাদেশে চিগো ব্র্যান্ডের এয়ার কন্ডিশনের একমাত্র পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করবে। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব এম এ রাজ্জাক খান রাজ এবং চিগো গ্রুপের ভাইস জেনারেল ম্যানেজার অব ওভারসিজ মার্কেটিং জনাব ব্রুস সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের জ্যেষ্ঠ পুত্র আল আকসা তানজিম খান, হেড অফ অপারেশন অ্যান্ড সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ার তানজির হোসাইন এবং চিগো গ্রুপের এশিয়া প্যাসিফিকের রিজিওনাল ম্যানেজার জনাব ইরউইন সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ চুক্তির মাধ্যমে চিগো ব্র্যান্ডের উচ্চমানের এয়ার কন্ডিশন সহজলভ্য হবে বাংলাদেশের ক্রেতাদের জন্য, যা মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মাধ্যমে সারা দেশে বাজারজাত, বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।