০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধুত্বের টানে ১৬ বছর পর সমুদ্র ভ্রমণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা*

১৬ বছর আগে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার যবনিকাপাত ঘটলেও, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বন্ধুত্বের টান এতটুকুও কমেনি। সম্প্রতি, বন্ধুদের উদ্যোগে কক্সবাজারে এক মনোমুগ্ধকর সমুদ্র ভ্রমণের আয়োজন করা হয়।

বন্ধু মিতু, মৌসুমী ও হাসনাতের উদ্যোগে এই ট্যুর পরিচালিত হয়, যেখানে আরও অংশ নেন মেরিন, মুন্নি, তাহমিনা, কোবাদ, তুহিন, লিটন, রনি সহ তাদের পরিবারের সদস্যরা। সকলেই এই ভ্রমণকে চমৎকারভাবে উপভোগ করেন।

সমুদ্র পাড়ে দিনভর হৈ-হুল্লোড়, নানান স্বাদের মজাদার সি-ফুড খাবার আর মধ্যরাত পর্যন্ত জমজমাট কফি আড্ডায় মেতে ওঠেন তারা। সমুদ্রের ঢেউ, বালির শীতল স্পর্শ, এবং দীর্ঘদিনের বন্ধুত্বের মেলবন্ধনে এই ভ্রমণ সবার জন্যই একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।

উল্লেখযোগ্য কিছু মুহূর্ত:
– *সাগরের ঢেউয়ে মেতে ওঠা*: সকলে মিলে সমুদ্রের ঠাণ্ডা পানিতে আনন্দে ভেসে যান, যেন সেই শিক্ষাজীবনের মধুর দিনগুলোর পুনরাবৃত্তি।
– *সি-ফুডের স্বাদ*: কক্সবাজারের তাজা সি-ফুডের বিশেষ মেন্যু সকলের জন্যই নতুন অভিজ্ঞতা হয়ে ওঠে।
– *রাতের আড্ডা*: সমুদ্রের পাড়ে মধ্যরাত পর্যন্ত কফি হাতে পুরনো স্মৃতিচারণ, যা বন্ধুত্বের বন্ধনকে আরও গভীর করে তোলে।

 

আলমডাঙ্গায় ঈদ পরবর্তী মুক্ত আড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মিলনমেলা

বন্ধুত্বের টানে ১৬ বছর পর সমুদ্র ভ্রমণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা*

Update Time : ০২:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

১৬ বছর আগে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার যবনিকাপাত ঘটলেও, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বন্ধুত্বের টান এতটুকুও কমেনি। সম্প্রতি, বন্ধুদের উদ্যোগে কক্সবাজারে এক মনোমুগ্ধকর সমুদ্র ভ্রমণের আয়োজন করা হয়।

বন্ধু মিতু, মৌসুমী ও হাসনাতের উদ্যোগে এই ট্যুর পরিচালিত হয়, যেখানে আরও অংশ নেন মেরিন, মুন্নি, তাহমিনা, কোবাদ, তুহিন, লিটন, রনি সহ তাদের পরিবারের সদস্যরা। সকলেই এই ভ্রমণকে চমৎকারভাবে উপভোগ করেন।

সমুদ্র পাড়ে দিনভর হৈ-হুল্লোড়, নানান স্বাদের মজাদার সি-ফুড খাবার আর মধ্যরাত পর্যন্ত জমজমাট কফি আড্ডায় মেতে ওঠেন তারা। সমুদ্রের ঢেউ, বালির শীতল স্পর্শ, এবং দীর্ঘদিনের বন্ধুত্বের মেলবন্ধনে এই ভ্রমণ সবার জন্যই একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।

উল্লেখযোগ্য কিছু মুহূর্ত:
– *সাগরের ঢেউয়ে মেতে ওঠা*: সকলে মিলে সমুদ্রের ঠাণ্ডা পানিতে আনন্দে ভেসে যান, যেন সেই শিক্ষাজীবনের মধুর দিনগুলোর পুনরাবৃত্তি।
– *সি-ফুডের স্বাদ*: কক্সবাজারের তাজা সি-ফুডের বিশেষ মেন্যু সকলের জন্যই নতুন অভিজ্ঞতা হয়ে ওঠে।
– *রাতের আড্ডা*: সমুদ্রের পাড়ে মধ্যরাত পর্যন্ত কফি হাতে পুরনো স্মৃতিচারণ, যা বন্ধুত্বের বন্ধনকে আরও গভীর করে তোলে।