১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দর্শনা সাংস্কৃতিক সংসদ-এর যাত্রা শুরু।

  • staff repoter
  • Update Time : ১২:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • 75

 

রাসেদ মল্লিক,দর্শনা প্রতিনিধিঃবাঁধি বন্ধনে বহু নন্দনে”” এই স্লোগান কে সামনে রেখে সাংস্কৃতিক নগরী দর্শনার হারানো সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে স্থানীয় সকল সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত হলো “দর্শনা সাংস্কৃতিক সংসদ” নামে নতুন একটি গ্রুপ সংগঠন।
সংগঠনের উদ্দেশ্য, পরিধি ও কর্মপন্থা পরবর্তীতে জানানো হবে।
এই সংগঠনটি প্রতিষ্ঠার প্রয়োজনে আজ ০৬-০৯-২০২৪ ইং- তারিখ শুক্রবার বিকাল ৫ টায় দর্শনা কেন্দ্রীয় শহীদমিনারে ১১টি সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সংগঠনের নাম নির্বাচন ও সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

উক্ত সমন্বয়ক কমিটিতে যারা আছেন:
* রাশেদ মল্লিক – রিদম ব্যান্ড।
* শেখ সাজু -মুক্তিযোদ্ধা সংগীত পরিষদ( ফ্রেন্ডস সংগীত একাডেমি)
* মিল্টন কুমার শাহা – আনন্দধাম।
* টিটো খান – হিন্দোল সংগীত পরিষদ।
* সাজ্জাদ হোসেন – অনির্বাণ থিয়েটার।
* মনিরুজ্জামান ধীরু – বাউল পরিষদ।
* হাবিবুর রহমান হাবিব – উদয় সাংস্কৃতিক সংগঠন।
* ওস্তাদ সেলিম – জয়নগর লাঠিটায় বাহিনী।
* মোঃ শরিফ – লালন একাডেমি।
* আনোয়ার – উদীচী, দর্শনা শাখা।
* পলাশ – সকাল-সন্ধ্যা সাংস্কৃতিক সংগঠন।
* মাসুম বিল্লাহ – ইসলামী সংগীত শিল্পী।
* রমিজ মল্লিক – নাট্যকর্মী ও নির্দেশক।

যে সকল সংগঠন ও সাংস্কৃতিক ব্যাক্তি আংশগ্রহনের করতে পারেননি তাদেরকে পরবর্তীতে এই সংসদে যোগদানের সুযোগ রেখে আজকের আলোচনা সভার ইতি টানা হয়।

জনপ্রিয়

আলমডাঙ্গায় ইউনিয়ন পরিষদ সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দর্শনা সাংস্কৃতিক সংসদ-এর যাত্রা শুরু।

Update Time : ১২:০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

 

রাসেদ মল্লিক,দর্শনা প্রতিনিধিঃবাঁধি বন্ধনে বহু নন্দনে”” এই স্লোগান কে সামনে রেখে সাংস্কৃতিক নগরী দর্শনার হারানো সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে স্থানীয় সকল সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত হলো “দর্শনা সাংস্কৃতিক সংসদ” নামে নতুন একটি গ্রুপ সংগঠন।
সংগঠনের উদ্দেশ্য, পরিধি ও কর্মপন্থা পরবর্তীতে জানানো হবে।
এই সংগঠনটি প্রতিষ্ঠার প্রয়োজনে আজ ০৬-০৯-২০২৪ ইং- তারিখ শুক্রবার বিকাল ৫ টায় দর্শনা কেন্দ্রীয় শহীদমিনারে ১১টি সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সংগঠনের নাম নির্বাচন ও সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

উক্ত সমন্বয়ক কমিটিতে যারা আছেন:
* রাশেদ মল্লিক – রিদম ব্যান্ড।
* শেখ সাজু -মুক্তিযোদ্ধা সংগীত পরিষদ( ফ্রেন্ডস সংগীত একাডেমি)
* মিল্টন কুমার শাহা – আনন্দধাম।
* টিটো খান – হিন্দোল সংগীত পরিষদ।
* সাজ্জাদ হোসেন – অনির্বাণ থিয়েটার।
* মনিরুজ্জামান ধীরু – বাউল পরিষদ।
* হাবিবুর রহমান হাবিব – উদয় সাংস্কৃতিক সংগঠন।
* ওস্তাদ সেলিম – জয়নগর লাঠিটায় বাহিনী।
* মোঃ শরিফ – লালন একাডেমি।
* আনোয়ার – উদীচী, দর্শনা শাখা।
* পলাশ – সকাল-সন্ধ্যা সাংস্কৃতিক সংগঠন।
* মাসুম বিল্লাহ – ইসলামী সংগীত শিল্পী।
* রমিজ মল্লিক – নাট্যকর্মী ও নির্দেশক।

যে সকল সংগঠন ও সাংস্কৃতিক ব্যাক্তি আংশগ্রহনের করতে পারেননি তাদেরকে পরবর্তীতে এই সংসদে যোগদানের সুযোগ রেখে আজকের আলোচনা সভার ইতি টানা হয়।