অরুনার বন্ধন হিয়ার ও স্পন্দন.
আদুরে হিয়াতুর তুই ছাড়া চুরচুর.
নাই কোন কাছে দুর. থাকিস যত দুর
তুই মোদের নেত্র নুর.
হৃদয়ে মনোহর আলপনা আঁকা ঘর
বসুধার কোল জুড়ে থাকবো চরাচর।
সুখে দুঃখে পাশাপাশি থাকব হাসাহাসি
ক্লেশকষ্ট যত করুক আসাআসি
তীরহীত জনে জনে মোরা বন্ধনে ভালো বাসা বাসি।
ঐক্যর সুর তানে থাকব মোরা প্রাণে প্রাণে.
সেবার শৃঙ্খলে থাকব মোরা পলে পলে।
একতার শত দলে স্ফূরণ বাহু বল এ.
ধন্য ধন্য বন্ধনে মোরা মহামান্য.
সফলতার আরাধনা চাই মোরা স্বর্ণ বুনা.
সোনালী স্বর্ণলতা জড়িয়ে মোরা বন্ধুত্ব ভ্রাতা.
সজ্জিত শত তোরণ. বিজয় করবো বরণ।