০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিকেএসপির তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম -২০২৪ শুরু হচ্ছে ।

  • Update Time : ০৫:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • ৯৬ Time View

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম -২০২৪ দেশব্যাপী শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৮ থেকে ১৩ বছর বয়সী ছেলে-মেয়েদেরকে ২১ টি ক্রীড়া বিভাগে তাদের পছন্দ অনুযায়ী বাছাই করা হবে। বাঁছাইকৃত ২১ টি বিভাগ হল (আর্চারি,অ্যাথলেটিক্স,বাস্কেটবল,ক্রিকেট,ফুটবল,হকি,জুডো, কারাতে,শুটিং,উশু, তায়কোয়ানডো,টেবিল টেনিস,ভলিবল,স্কোয়াস, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন) । তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ এর চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম আগামী ০৩/০৫/২০২৪ তারিখে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আগ্রহীদের কে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ঠিকানা: bksp.gov.bd>অনলাইন আবেদন>ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ-২৪> ফরম পূরণ > submit >পূরণকৃত ফরমের প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।প্রয়োজনীয় তথ্যের জন্যঃ০১৭১৩২৪৬০৪০,০১৬০৭৫০৬২৬৬,০১৭১৬৬৬২৩৩৮,০১৬৭২০৯৩৩৪৬,০১৭১৩-৯০০৬৩৫,০১৯১৪০২৭৪৩৪। এছাড়া বিস্তারিত জানতে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অফিস সচিবের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

Tag :

কুষ্টিয়ায় জাল ভোট দেওয়ার চেষ্টা করায় এক কাউন্সিলর আটক

বিকেএসপির তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম -২০২৪ শুরু হচ্ছে ।

Update Time : ০৫:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’র তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম -২০২৪ দেশব্যাপী শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৮ থেকে ১৩ বছর বয়সী ছেলে-মেয়েদেরকে ২১ টি ক্রীড়া বিভাগে তাদের পছন্দ অনুযায়ী বাছাই করা হবে। বাঁছাইকৃত ২১ টি বিভাগ হল (আর্চারি,অ্যাথলেটিক্স,বাস্কেটবল,ক্রিকেট,ফুটবল,হকি,জুডো, কারাতে,শুটিং,উশু, তায়কোয়ানডো,টেবিল টেনিস,ভলিবল,স্কোয়াস, কাবাডি, ভারোত্তোলন ও ব্যাডমিন্টন) । তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ এর চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম আগামী ০৩/০৫/২০২৪ তারিখে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আগ্রহীদের কে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ঠিকানা: bksp.gov.bd>অনলাইন আবেদন>ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ-২৪> ফরম পূরণ > submit >পূরণকৃত ফরমের প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।প্রয়োজনীয় তথ্যের জন্যঃ০১৭১৩২৪৬০৪০,০১৬০৭৫০৬২৬৬,০১৭১৬৬৬২৩৩৮,০১৬৭২০৯৩৩৪৬,০১৭১৩-৯০০৬৩৫,০১৯১৪০২৭৪৩৪। এছাড়া বিস্তারিত জানতে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অফিস সচিবের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।