মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা:চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী বাজারে মরহুম আনিস বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার, ৭ নভেম্বর বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ঘোলদাড়ী বাজার যুব সংঘের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনী বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, যুবসমাজকে সঠিক পথে নিয়ে আসতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খেলাধুলা শারীরিক উৎকর্ষতা বাড়ানোর পাশাপাশি মাদক ও সন্ত্রাস থেকেও যুবকদের দূরে রাখে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই যুব সমাজের উন্নতির জন্য কাজ করে এসেছে, আর এই টুর্নামেন্ট আমাদের সামাজিক মূল্যবোধ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বিএনপি নিয়ে এগিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইলহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিনহাজ উদ্দীন বিশ্বাস। তিনি বলেন, “আজকের যুবকরা আমাদের আগামীর ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সঠিক পথে পরিচালিত করতে রাজনৈতিক এবং সামাজিকভাবে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে।” তিনি যুব সমাজকে অনুপ্রাণিত করে বলেন, যদি তারা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসে, তবে সমাজে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।
আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আউলাউজ্জামান রাসেল জানান, এই টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়, বরং এটি যুব সমাজকে নেতিবাচক পথ থেকে সঠিক পথে ফিরে আসার জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ যুবকদের জীবনের মূলধারায় ফিরে আসতে উৎসাহিত করবে।
টুর্নামেন্টের প্রথম দিনে চুয়াডাঙ্গা জাফরপুর ফুটবল একাডেমি বনাম জে সি বি ফুটবল একাডেমি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে জে সি বি ফুটবল একাডেমি ৫-০ গোলে জাফরপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের সদস্য মোঃ রাশিদুজ্জামান বাবু বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন জাসস নেতা সেলিম, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সদস্য কমল মিয়া, আইলহাস ইউনিয়ন বিএনপি নেতা হারুন বিশ্বাস, আবু হানিফ মল্লিক, যুবদল নেতা মনি, সাইফুল, চাঁদ আলী মহাবুল, সুজন, আইনুদ্দিন, উজ্জ্বল, লিটন, আলমগীর হোসেন, রাজু আহমেদ, মহাবুল, শামিম, সালাম শাহ, হাসান, মিলন, রিপন, ফারুক প্রমুখ।
অনুষ্ঠানে নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, ডা. ওহিম উদ্দিন, ছাত্রদল নেতা বকুল মাস্টার, আশিক, সুজন, শিপনসহ নাগদাহ, আইলহাস এবং খাসকররা ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ হারুন-অর-রশিদ (গাটু) ও মোঃ সুমন বিশ্বাস।
উপস্থিত অতিথিরা এই আয়োজনের প্রশংসা করেন এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার জন্য অনুপ্রাণিত করেন।