মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে ১১ বছর বয়সী এক কিশোরীকে ‘টিয়া পাখি’ দেওয়ার প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানি অভিযোগ উঠেছে ফারুক (৪৮) নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে।
এ ঘটনায় ঐ কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। পরে গাংনী পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে গাংনী থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অভিযুক্ত ফারুক ঐ কিশোরীকে মেলা থেকে নিয়ে আসা ‘টিয়া পাখি’ দেওয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত ফারুক পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ঐদিনই বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেন।
ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত ফারুককে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে