আয়োজনে ভাতাভোগীদের নিয়ে আগামীকাল আলোচনা সভা উপলক্ষে আজ কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন চুয়াডাঙ্গা ০২ আসনের মাননীয় সংসদ সদস্য গনমানুষের নেতা হাজী আলী আজগর টগর এমপি।এসময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু,দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু,কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আ:করিম বিশ্বাস,চেয়ারম্যান পুত্র রুমেল।চেয়ারম্যান আ:করিম বিশ্বাস বলেন স্মরন কালের সব চাইতে বড় একটি মতবিনিময় সভায় পরিনত হবে এটি।আশা করছি ভাতাভোগী সহ অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে।যেহেতু এখানে চুয়াডাঙ্গা ০২ আসনের উন্নয়নের রুপকার গনমানুষের নেতা হাজী আলী আজগর টগর এমপি মহাদোয় থাকবেন বিধায় এলাকার সকল ভাতাভোগী সহ এলাকায় যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে সাধারন জনগন ছুটে আসবে এ মতবিনিময় সভায়। জনস্রোত সৃষ্টি হবে এ মতবিনিময় সভাটি।কার্পাসডাঙ্গা এলাকায় একটি রেকর্ড হয়ে থাকবে এ মতবিনিময় সভা।ইতিমধ্যই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

















