মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় হাত হারালেন আশুরা খাতুন (৪৫) নামে এক নারী।সোমবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনীর সামনে এ দুর্ঘটনা ঘটে। আশুরা খাতুন উপজেলার ষোলটাকা গ্রামের এসকেন আলীর স্ত্রী।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার বিডি দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আঘাতপ্রাপ্ত ডান হাতটি ক্ষতস্থান থেকে কেটে ফেলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে। রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক।
উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী জুবায়ের ইসলাম জানায়, সোমবার সকালে তার মা আশুরা খাতুনকে পেটের পীড়া সমস্যায় ডাক্তার দেখানোর জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসার ব্যবস্থাপত্র দিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভায়া টেস্ট করানোর পরামর্শ দেয়া হয়। পরামর্শ অনুযায়ী তারা কুষ্টিয়া থেকে আসিফ পরিবহন (রেজিস্ট্রেশন নম্বর- ১১০০১৯) যোগে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিল। পথিমধ্যে গাংনী বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনীর সামনে বাসটি এসে পৌঁছায়। অসাবধানতাবশত আশুরা খাতুনের ডান হাতের কনুইয়ের কিছু অংশ জানালার বাইরে বের হয়েছিল। এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা তামান্না পরিবহন (রেজিস্ট্রেশন নম্বর ১১-০০৭১) দ্রুতগতিতে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আসিফ পরিবহন বাসের যাত্রী আশুরা খাতুনের কনুইয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় ডান হাতের কিছু অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা বাসটিকে সনাক্ত করতে পারলেও ড্রাইভার সুকৌশলে বাসটিকে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা ও ছেলে জুবায়ের ইসলাম আশুরা খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিডি দাস তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি দেখা দিলে মুমূর্ষু অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে