আলমগীর দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী গ্রামে চলছে রমরমা সুদের ব্যবসা। ৩০ হাজার টাকা নিয়ে ৮ ললাখ টাকা দিলেও শোধ হচ্ছে না ঋণ। এমন আজব সুদের ফাঁদে পড়ে গ্রামের অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। কেউ কেউ সুদের টাকা টানতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী সালেহা বেগম অভিযোগ করেন, বছর দুয়েক আগে একই গ্রামের মিন্টু আলী ও তাঁর স্ত্রী শিল্পী খাতুনের কাছ থেকে সুদের ওপর ৩০ হাজার টাকা নেন। এ জন্য তাঁকে প্রতি সপ্তাহে দুই হাজার টাকা করে সুদ দিতে হয়। দিনে দিনে তিনি ৮ লাখ টাকা পরিশোধ করলেও নাকি ওই ৩০ হাজার টাকা এখনো শোধ হয়নি।
একইভাবে সুদের ওপর টাকা নিয়ে শিউলী, ডলি, আতর আলী ও আবু কালাম পালিয়ে