শিমুল রেজা: আগামীকাল জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী।প্রতিবারের মতো এবারও জাতীয় শোক দিবসে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানিয়েছে দলটি তারি ধারাবাহিকতায় ১৫ ই আগস্ট উপলক্ষে জাতীয় শোক দিবসের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগষ্ট) বিকাল ৫ টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কার্পাসডাঙ্গা ইউনিয়নপরিষদ কার্যালয় ১৫ই আগস্ট জাতীয় ৪৮ তম শোক দিবস উপলক্ষে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ লীগের সাধারণ সম্পাদক নজির আহমেদের সভাপতিত্বে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল করিম বিশ্বাস,বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ ভাবে পালন করতে হবে।১৫ আগস্ট কার্পাসডাঙ্গা ইউনিয়নের প্রত্যেক মসজিদে দোয়া ও মোনাজাত করে ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি দোয়া করা হবে।
বিশেষ অতিথির এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি,যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, আশরাফ আলী, বিল্লাল হোসেন, প্রমুখ