০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গা কাটা খালি মাঠে কলা ব্যাবসায়ীর মরাদেহ উদ্ধার

  • Update Time : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • 126

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের কাটা খালি (গালা) র মাঠে কলা ব্যাবসায়ী আছের (৪৫) এর মরাদেহ উদ্ধার করা হয়েছে।জানা গেছে,কোমরপুর গ্রামের মৃত:শাহাদত শেখের ছেলে আছের একজন কলা ব্যাবসায়ী। সে বাঘাডাঙ্গা গ্রামের বিভিন্ন মাঠে চাষীদের কাছ থেকে কলা ক্রয় করে।গতকাল রোববার ও অন্যন্য দিনের ন্যায় বেলা ১১ টারন দিকে সে কলা কিনতে বাঘাডাঙ্গায় যায়।এসময় সে কয়েক কাঁধি কলা কেটে সমিরের বাড়ির সামনে তার কলার গাড়িতে রেখেও দেয়।পরে বাঘা ডাঙ্গা গ্রামের প্রভাত মন্ডলের ছেলে পরিতোষের দুটি কলার কাঁচি কেনে সে।তারপর সে পরিতোষের কলা বাগানে কলা কাটতে যায়।স্থানীয় পরিমল,ষোসেফ ইমরান জানান আমরা ১২ টার পরে মাঠে কাজ করছিলাম। এসময় একটু পর পরিতোষের জমির দিকে যেতে গিয়ে দেখি একটা লাশ পড়ে আছে আমরা ভয়ে আর কাছে যায়নি।পরিতোষের মা জানান আমাকে আছের বাড়ি এসে তিনশত টাকাও দিয়েও গেছে তারপর সে কলাবাগান গেছে কলা কাটতে। এখন দেখছি তার মরদেহ পড়ে আছে আমাদের কলা সহ চিচিঙ্গার জমিতে।চিচিঙ্গার জমিটিতে ৩ টি কলার কাঁধি ছিলো আর সে সেখান থেকে দুটি কলার কাঁধি কিনে ছিলো বলে জানা গেছে।আছেরের মরাদেহ মাঠে পড়ে আছে শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তার স্ত্রী,সন্তান,বড়ভাই,ভাবী সহ গ্রামের লোকজন ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইমরান,এ এস আই মসলেম,এ এস আই সাইদুর সহ সঙ্গীয় ফোর্স।আছেরের স্ত্রী ও বড় ভাই জানান আছের একজন কলা ব্যাবসায়ী। তার সাথে কারো কোন শত্রুতা নেই।তাঁর শ্বাসকস্টের অসুখ আছে বলে জানান তারা।এসময় তারা বলেন আমাদের ধারনা সে গরমে স্ট্রোট করে মারা গেছে।স্থানীয়রা ধারনা করেন বলেন আছেরের মৃত্যু স্ট্রোক জনিত কারনে হয়েছে বলে ধারনা করা হচ্ছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির।এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইমরান জানান আছেরের লাশ সুরতহাল রিপোর্ট শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পরই তার মৃত্যুর আসল কারন জানা যাবে।এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু্ মামলা হয়েছে বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয়

মুন্সিগঞ্জ রেলস্টেশনে টাকা চুরি হওয়া জোছনা পাগলীর পাশে স্টুডেন্টস ওয়েলফেয়ার এন্ড সোসাইটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন

কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গা কাটা খালি মাঠে কলা ব্যাবসায়ীর মরাদেহ উদ্ধার

Update Time : ০৭:৫৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের কাটা খালি (গালা) র মাঠে কলা ব্যাবসায়ী আছের (৪৫) এর মরাদেহ উদ্ধার করা হয়েছে।জানা গেছে,কোমরপুর গ্রামের মৃত:শাহাদত শেখের ছেলে আছের একজন কলা ব্যাবসায়ী। সে বাঘাডাঙ্গা গ্রামের বিভিন্ন মাঠে চাষীদের কাছ থেকে কলা ক্রয় করে।গতকাল রোববার ও অন্যন্য দিনের ন্যায় বেলা ১১ টারন দিকে সে কলা কিনতে বাঘাডাঙ্গায় যায়।এসময় সে কয়েক কাঁধি কলা কেটে সমিরের বাড়ির সামনে তার কলার গাড়িতে রেখেও দেয়।পরে বাঘা ডাঙ্গা গ্রামের প্রভাত মন্ডলের ছেলে পরিতোষের দুটি কলার কাঁচি কেনে সে।তারপর সে পরিতোষের কলা বাগানে কলা কাটতে যায়।স্থানীয় পরিমল,ষোসেফ ইমরান জানান আমরা ১২ টার পরে মাঠে কাজ করছিলাম। এসময় একটু পর পরিতোষের জমির দিকে যেতে গিয়ে দেখি একটা লাশ পড়ে আছে আমরা ভয়ে আর কাছে যায়নি।পরিতোষের মা জানান আমাকে আছের বাড়ি এসে তিনশত টাকাও দিয়েও গেছে তারপর সে কলাবাগান গেছে কলা কাটতে। এখন দেখছি তার মরদেহ পড়ে আছে আমাদের কলা সহ চিচিঙ্গার জমিতে।চিচিঙ্গার জমিটিতে ৩ টি কলার কাঁধি ছিলো আর সে সেখান থেকে দুটি কলার কাঁধি কিনে ছিলো বলে জানা গেছে।আছেরের মরাদেহ মাঠে পড়ে আছে শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তার স্ত্রী,সন্তান,বড়ভাই,ভাবী সহ গ্রামের লোকজন ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইমরান,এ এস আই মসলেম,এ এস আই সাইদুর সহ সঙ্গীয় ফোর্স।আছেরের স্ত্রী ও বড় ভাই জানান আছের একজন কলা ব্যাবসায়ী। তার সাথে কারো কোন শত্রুতা নেই।তাঁর শ্বাসকস্টের অসুখ আছে বলে জানান তারা।এসময় তারা বলেন আমাদের ধারনা সে গরমে স্ট্রোট করে মারা গেছে।স্থানীয়রা ধারনা করেন বলেন আছেরের মৃত্যু স্ট্রোক জনিত কারনে হয়েছে বলে ধারনা করা হচ্ছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির।এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইমরান জানান আছেরের লাশ সুরতহাল রিপোর্ট শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পরই তার মৃত্যুর আসল কারন জানা যাবে।এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যু্ মামলা হয়েছে বলে জানা গেছে।