০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিলামে টাইটানিকের কেট উইন্সলেটের ওভারকোট

  • Update Time : ০৯:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • 107

নিলামে টাইটানিকের কেট উইন্সলেটের ওভারকোট

ইতিহাসকে সাক্ষী রেখে প্রথম যাত্রায়-ই ১৯১২ সালের ১৩ এপ্রিল ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। মারা যায় অনেক মানুষ। এ ঘটনাকে ঘিরেই নির্মিত হয়েছে ছবি টাইটানিক।

বিশ্বখ্যাত ছবি টাইটানিকের নায়িকা কেট উইন্সলেটের পরা একটি ওভারকোট এবার নিলামে তোলা হয়েছে। এটি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নিলাম প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানিয়েছেন, এটির দাম একশো হাজার ডলার অতিক্রম করবে। তি‎নি জানিয়েছেন, ইতোমধ্যে শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পরই পাঁচজন এতে অংশ নিয়েছেন। এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার।

অনলাইনে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিলাম কার্যক্রম। এর মধ্যে যিনি সবচেয়ে বেশি দাম দিতে পারবেন, তিনিই কিনতে পারবেন ড্রেসটি।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক ছবিতে জাহাজটি ডোবার সময় এ কোটটি পরেছিলেন নায়িকা উইন্সলেট। কোটটিতে গোলাপি রঙয়ের উলের ওপর কালো কারুকার্য করা

Tag :
জনপ্রিয়

মুন্সিগঞ্জ রেলস্টেশনে টাকা চুরি হওয়া জোছনা পাগলীর পাশে স্টুডেন্টস ওয়েলফেয়ার এন্ড সোসাইটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন

নিলামে টাইটানিকের কেট উইন্সলেটের ওভারকোট

Update Time : ০৯:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

নিলামে টাইটানিকের কেট উইন্সলেটের ওভারকোট

ইতিহাসকে সাক্ষী রেখে প্রথম যাত্রায়-ই ১৯১২ সালের ১৩ এপ্রিল ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক। মারা যায় অনেক মানুষ। এ ঘটনাকে ঘিরেই নির্মিত হয়েছে ছবি টাইটানিক।

বিশ্বখ্যাত ছবি টাইটানিকের নায়িকা কেট উইন্সলেটের পরা একটি ওভারকোট এবার নিলামে তোলা হয়েছে। এটি নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নিলাম প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানিয়েছেন, এটির দাম একশো হাজার ডলার অতিক্রম করবে। তি‎নি জানিয়েছেন, ইতোমধ্যে শুক্রবার রাতে নিলাম শুরু হওয়ার পরই পাঁচজন এতে অংশ নিয়েছেন। এ পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার।

অনলাইনে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিলাম কার্যক্রম। এর মধ্যে যিনি সবচেয়ে বেশি দাম দিতে পারবেন, তিনিই কিনতে পারবেন ড্রেসটি।

১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক ছবিতে জাহাজটি ডোবার সময় এ কোটটি পরেছিলেন নায়িকা উইন্সলেট। কোটটিতে গোলাপি রঙয়ের উলের ওপর কালো কারুকার্য করা