মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জাব্বারুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার রুয়েরকান্দি গ্রামের বাথানপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
মৃত জাব্বারুল ইসলাম ঐ গ্রামের আব্দাল হকের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষক জাব্বারুল ইসলাম বাথানপাড়া মাঠে ধান লাগিয়ে বাড়ি ফিরছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন