শিমুল রেজা: দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন,-এর দিক নির্দেশনায়, দর্শনা-দামুড়হুদা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা- এরতত্ত্বাবধানে এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এসআই শামিম রেজা, এএসআই মারুফুল ইসলাম, এএসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর ঈদগাহপাড়াস্থ মোঃ লাভলু হোসেন এর ভাড়াটিয়া বাসা মধ্যে থেকে ভারতীয় ৫০বোতল ফেনসিডিল সহ দর্শনা পৌরসভার জয়নগর (চেকপোষ্ট পাড়া) শহিদুল ইসলাম ছেলে মোঃ সোহেল রানা (২৪)গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। ইতিপূর্বেও দর্শনা থানায় গ্রেফতারকৃত আসামীর সোহেল রানা’র নামে একটি মাদক মামলা রেকর্ড রয়েছে বলে পুলিশ জানায়।