চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে সাদিকুর রহমান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালমারি গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুর রহমান বোয়ালমারি গ্রামের আতিকুর রহমানের ছেলে।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বোয়ালমারি এলাকা অতিক্রম করছিল। ওই সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন সাদিকুর। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন