০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিগারেট খাওয়ায় অপমান, স্কুলছাত্রীর আত্মহত্যা

  • Update Time : ০২:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • 200

 

 

কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষকরা অপমান করায় জিনিয়া খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ আগস্ট) বিকালে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামে এই ঘটনা ঘটেছে।

 

জিনিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামের হঠাৎ পাড়ার জিল্লুর শেখের মেয়ে। সে ছিল সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী।

জিনিয়ার মামা জাহিদ বলেন, ‘শিক্ষকরা বকাবকি ও অপমান করায় জিনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুনেছি ওর বান্ধবী বা কোনো ছাত্রীরা সিগারেট খেয়েছে। সেটার ভিডিও ধারণ করে লাল্টু নামে এক শিক্ষক। পরে লাল্টু ও শিউলিসহ কয়েকজন শিক্ষক জিনিয়াসহ কয়েকজন ছাত্রীকে অপমান করে এবং অনলাইনে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দেয়। স্কুল থেকে এসে বিকাল ৪টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লাল্টু মাস্টারের চরিত্র ভালো না। সে আমার বোনের মেয়ের সাথে খুবই খারাপ আচরণ করেছে। লাল্টু মাস্টারসহ অভিযুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

কেউ কেউ বলছে, সিগারেট খাওয়ার কথা শিক্ষকরা জেনে যান এবং অফিস রুমে ডেকে বকাবকি করে ও ভিডিও ধারণ করে বাসাতে দেখাবেন এবং ফেসবুকে পোষ্ট করবেন বলে ছাত্রীদের ভয় দেখান লাল্টু স্যারসহ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।

মৃতের স্বজন ও স্থানীয়রা বলেন, জিনিয়ার বান্ধবীদের সিগারেট খাওয়ার ভিডিও মোবাইলে ধারণ করেন লাল্টু মাস্টার। এরপর জিনিয়াসহ তার বান্ধবীদের অপমান করে লাল্টু মাস্টারসহ কয়েকজন শিক্ষক। অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে জিনিয়া। এ ঘটনায় আরো কয়েকজন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে জানাতে অভিযুক্ত শিক্ষকদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

এ বিষয়ে সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, কয়েকজন ছাত্রী স্কুলের ভেতরে সিগারেট খেয়েছিল- এটা শুনেছি এবং একজন ছাত্রী আত্মহত্যা করেছে বলেও জেনেছি। আমি প্রতিষ্ঠানের কাজে উপজেলা শিক্ষা অফিসে ছিলাম, বিষয়টা আমরা তদন্ত করে দেখব।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে

Tag :
জনপ্রিয়

মুন্সিগঞ্জ রেলস্টেশনে টাকা চুরি হওয়া জোছনা পাগলীর পাশে স্টুডেন্টস ওয়েলফেয়ার এন্ড সোসাইটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন

সিগারেট খাওয়ায় অপমান, স্কুলছাত্রীর আত্মহত্যা

Update Time : ০২:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩

 

 

কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষকরা অপমান করায় জিনিয়া খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৭ আগস্ট) বিকালে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামে এই ঘটনা ঘটেছে।

 

জিনিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি গ্রামের হঠাৎ পাড়ার জিল্লুর শেখের মেয়ে। সে ছিল সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী।

জিনিয়ার মামা জাহিদ বলেন, ‘শিক্ষকরা বকাবকি ও অপমান করায় জিনিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুনেছি ওর বান্ধবী বা কোনো ছাত্রীরা সিগারেট খেয়েছে। সেটার ভিডিও ধারণ করে লাল্টু নামে এক শিক্ষক। পরে লাল্টু ও শিউলিসহ কয়েকজন শিক্ষক জিনিয়াসহ কয়েকজন ছাত্রীকে অপমান করে এবং অনলাইনে ভিডিও ছেড়ে দেয়ার হুমকি দেয়। স্কুল থেকে এসে বিকাল ৪টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লাল্টু মাস্টারের চরিত্র ভালো না। সে আমার বোনের মেয়ের সাথে খুবই খারাপ আচরণ করেছে। লাল্টু মাস্টারসহ অভিযুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

কেউ কেউ বলছে, সিগারেট খাওয়ার কথা শিক্ষকরা জেনে যান এবং অফিস রুমে ডেকে বকাবকি করে ও ভিডিও ধারণ করে বাসাতে দেখাবেন এবং ফেসবুকে পোষ্ট করবেন বলে ছাত্রীদের ভয় দেখান লাল্টু স্যারসহ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক।

মৃতের স্বজন ও স্থানীয়রা বলেন, জিনিয়ার বান্ধবীদের সিগারেট খাওয়ার ভিডিও মোবাইলে ধারণ করেন লাল্টু মাস্টার। এরপর জিনিয়াসহ তার বান্ধবীদের অপমান করে লাল্টু মাস্টারসহ কয়েকজন শিক্ষক। অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে জিনিয়া। এ ঘটনায় আরো কয়েকজন ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে জানাতে অভিযুক্ত শিক্ষকদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

এ বিষয়ে সুলতানপুর মাহাতাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, কয়েকজন ছাত্রী স্কুলের ভেতরে সিগারেট খেয়েছিল- এটা শুনেছি এবং একজন ছাত্রী আত্মহত্যা করেছে বলেও জেনেছি। আমি প্রতিষ্ঠানের কাজে উপজেলা শিক্ষা অফিসে ছিলাম, বিষয়টা আমরা তদন্ত করে দেখব।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম আকিব বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে