কার্পাসডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাই ডাঙ্গা গ্রামের ইদ্রিসের ছেলে শামীমের বিরুদ্ধে একই গ্রামের সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বর গুলছুন নাহারের তালাকপ্রাপ্তা কন্যা ১ সন্তানের জননী ফেসবুক মুন্নীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।প্রেমের সম্পর্কে মগ্ন হয়ে ঘর বাঁধার স্বপ্নে বিভোর হয়ে গত পরশু রোববার অজনায় পাড়ি জমায় শামীম ও ফেসবুক মুন্নী।স্থানীয় অনেকে নাম না প্রকাশ করার শর্তে বলেন মুন্নীর ৪ টি বিয়ে হয়েছে ইতিপূর্বে।সে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ে করে বলে তাকে সকলে ফেসবুক মুন্নী হিসাবে চেনে।ঘটনাটি এলাকায় টিক অব দ্যা ভিলেজে পরিনত হয়েছে।

















