শিমুল রেজাঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।জানা গেছে,পীরপুরকুল্লা গ্রামের যুগের পাড়ার হামিদের ছেলে চুল মিস্ত্রি জীম (২২) রংপুর জেলার খালাসপুর গোপীনাথপুর গ্রামের মন্টুর মেয়ে জীমকে ভালোবাসে বিয়ে করে।জীমের পিতা হামিদ জানান গত পরশু শনিবার আমার ছেলে জীমের সাথে আমার পুত্রবধূ মিমের মোবাইল চ্যাট নিয়ে অশান্তি হয়।এ সময় আমার ছেলে তাকে থাপ্পর মারে। পরবর্তীতে আবারো দুজনের মিল হয়।গতকাল রোববার ভোরে আমি মুরগী খামারে কাজে গিয়ে জানতে পারি মীম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ অফিসার ওসি আলমগীর কবির। ঘটনার খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই ইমরান হোসেন ঘটনাস্থলে যান ও লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।এ বিষয়ে মিমের পরিবার দামুড়হুদা মডেল থানায় জীম এর বিরুদ্ধে একটি আত্মহত্যা প্ররোচনা মামলা করেন।