দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২১ পিস ইয়াবা সহ- দুই মাদক কারবারি আট
শিমুল রেজা: দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ২১ পিস ইয়াবা ট্যাবলেট-সহ দুই মাদক কারবারি কে আটক করে দামুড়হুদা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, দামুড়হুদা থানার চৌকস অফিসার ইনর্চাজ ওসি জনাব আলমগীর কবির, জেলা পুলিশ সুপারের অঙ্গীকারকে ফলো করে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারিই ধারাবাহিকা কাজে লাগিয়ে একের পর এক মাদক ব্যবসায়ী চোরাচালান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ,আজ আবারও চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন এর সার্বিক দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ দামুড়হুদা মডেল থানা আলমগীর কবির এর নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে এসআই মনজুরুল হক, এএসআই বিপ্লব দাস সঙ্গীয় ফোর্সসহ রবিবার ভোর ৪ টার দিকে দামুড়হুদা থানাধীন চিৎলা কদম তলা সাকিনস্থ রাস্তার উপর থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেট সহ -দুই মাদক কারবারিকে আটক পুলিশ। আটককৃত মাদক কারবারি’রা হলেন, দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা গ্রামের মো: সুজন আলীর ছেলে সাকিল আহম্মেদ (২২) ও বাবু শেখ এর ছেলে আজিজুল শেখ (৩২)। আটককৃত আসামীদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশ।