চুয়াডাঙ্গার দর্শনার বারাদি সীমান্ত থেকে ২০ কেজি দানাদার রূপা উদ্ধার করেছে বিজিবি। শনিবার বিকেল ৫টার দিকে এগুলো উদ্ধার করা হয়। তবে পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি। চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারাদি সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় সীমান্ত দিয়ে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের ধাওয়া করে বিজিবি। পরে চোরাকারবারীরা সঙ্গে থাকা বস্তা ফেলে পালিয়ে যান। এরপর ফেলে যাওয়া বস্তাগুলো থেকে ২০ কেজি রূপার দানা উদ্ধার করে বিজিবি