সাতক্ষীরায় পাঁচটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি সদর উপজেলার কালিয়ানী গ্রামের
মো. শাহাদাৎ হোসেনের ছেলে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, মোস্তাফিজুর রহমানের জুতার ভেতর থেকে পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৬৮২ টাকা। মোস্তাফিজুরকে সদর থানায় হস্তান্তর করে মামলা এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।